গিট-ফ্লও পরিচিতি

গিট-ফ্লো আসলে একটা শাখা(branching) মডেল, যেটা Vincent Driessen নামের একজন লোক সর্বপ্রথম বানিয়েছেন। এটা মলুত গিটের উপর নির্ভর করে বানানো হয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হল একাধিক ডেভেলপার একসাথে একটা বড় প্রোজেক্ট নির্ভেজাল ভাবে কাজ করতে পারে।

কিন্তু, গিট-ফ্লো নিয়ে কাজ করতে হলে আগে, গিটের উপর ভাল দখল থাকতে হবে। গিটের শাখা (branching) কিভাবে কাজ করে সেটা ভাল করে জানতে হবে। আর এই ক্ষেত্রে, কমান্ড লাইনে (command line) এ কাজ করা সবার আগে আবশ্যক।

Last updated